ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় এসে কী করবেন নোরা ফাতেহি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
ঢাকায় এসে কী করবেন নোরা ফাতেহি? নোরা ফাতেহি

ঢাকায় আসার অনুমতি পেয়েছেন বলিউড নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমতির কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

জানা যায়, নোরা ঢাকায় আসছেন ১৮ নভেম্বর। ওমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন ভারতীয় এ অভিনেত্রী। সেখানে নোরা নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন।

ওমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক বলেন, নোরা ফাতেহি ঢাকায় আসবেন ১৮ নভেম্বর সকালে। এক দিন থাকবেন; ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে।

মারিয়া জানান, অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মিত হবে বলে জানান মারিয়া।

তিনি বলেন, নোরার ক্রেস্ট প্রদানের আয়োজনসহ অনুষ্ঠানস্থলে তিনি যতক্ষণ থাকবেন, তার ভিডিও ধারণ করে একটি তথ্যচিত্র নির্মাণ করা হবে। যেটি আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে এবং এর একটি কপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও জমা দিতে হবে।

ওমেন লিডারদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পর নোরার ছোট একটি পরিবেশনাও থাকতে পারে বলে জানিয়েছেন মারিয়া মৃত্তিক।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।