ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিনেমার প্রধান চরিত্রে পার্থ বড়ুয়া, মুক্তি ১৮ নভেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
সিনেমার প্রধান চরিত্রে পার্থ বড়ুয়া, মুক্তি ১৮ নভেম্বর পার্থ বড়ুয়া

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে কমেডি ধারার চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’। এটি আগামী ১৮ই নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে।

ইমরাউল রাফাত পরিচালিত ও এনামুল কবির সুজন প্রযোজিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়া। এছাড়াও রয়েছে- অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।

চলচ্চিত্রটি নিয়ে অভিনেতা পার্থ বড়ুয়া বলেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে প্রথমবার অভিনয় করছি, অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। ’

পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। মেইড ইন চিটাগং ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটি সবার ভালো লাগবে। ’

চলচ্চিত্রটির প্ল্যাটফর্ম প্রোডিউসার আহমদ আরমান সিদ্দিকী বলেছেন, ‘আমি নিজেই চিটাগংয়ের ছেলে। চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটা চমৎকার রম্যে নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ এক্সাইটেড ও আনন্দিত। ’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।