ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন আলিয়া, বাবা রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
কন্যা সন্তানের মা হলেন আলিয়া, বাবা রণবীর আলিয়া ভাট-রণবীর কাপুর

মা হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ভারতের মুম্বাইয়ের হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

রোববার (৬ নভেম্বর) বাংলাদেশি সময় সকাল ৮ টার দিকে এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করতে নিয়ে যান রণবীর কাপুর। পিংক ভিলা হাসপাতালে যাওয়ার মুহূর্তের ছবিটি প্রকাশ করে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

সিজার নয়, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন ২৯ বছর বয়সী আলিয়া ভাট।

আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে কাপুর ও রণবীর পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হন। যেহেতু আলিয়া নিজেই নরম্যাল ডেলিভারি চেয়েছেন, অপেক্ষার প্রহর ছিল আরো দীর্ঘ।  শেষ পর্যন্ত বিলাসহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা যায়। কন্যার জন্ম দিলেন আলিয়া।

এর আগে বিয়ের আড়াই মাসের মাথায় ২৭ জুন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে আলিয়া লেখেন, ‘আমাদের সন্তান আসছে’। তার আগে চলতি বছরের ১৪ এপ্রিল ভালোবেসে বিয়ে করেন আলিয়া এবং রণবীর।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।