ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কাঁদলেন মাসুম আজিজ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
কাঁদলেন মাসুম আজিজ মাসুম আজিজ

একুশে পদক ২০২২ পাচ্ছেন দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

এই তালিকায় অভিনেতা-নাট্যকার মাসুম আজিজের নামও রয়েছে।

শিল্পকলায় অবদানের জন্য তাকে একুশে পদক দেওয়া হচ্ছে। একুশে পদক মনোনীতদের নাম ঘোষণার পর নিজের অনুভূতি জানান মাসুম আজিজ।

গুণী এই অভিনেতা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। এর মধ্যে সংবাদটি শোনার পর একটা চিৎকার দিয়েছি। আনন্দও হলেও কান্নাও করেছি। ’

এর কারণ হিসেবে মাসুম আজিজ বলেন, ‘সারাজীবন নাটক ছাড়া কিছু করিনি। আবার যেটুকু করেছি তার জন্য কারও কাছে কোনও পুরস্কার বা কিছু নিজ থেকে চাইনি। তাই রাষ্ট্র যখন নিজে থেকে আমাকে এমন একটা পুরস্কার দিচ্ছে, তা আমার জন্য অনেক বিশেষ। কতটা বিশেষ এটা বলে বোঝাতে পারবো না। ’

মাসুম আজিজ ছাড়াও শিল্পকলায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক পাচ্ছেন কিংবদন্তী অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, জিনাত বরকতউল্লাহ (নৃত্য), মাহমুদুর রহমান বেণু (সংগীত), ইকবাল হোসেন (সংগীত), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর, সংগীত), খালেদ মাহমুদ খান (মরণোত্তর, সংগীত)।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।