ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

বিশেষ কেউ না থাকায় প্রেমপত্র চান রাশি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
বিশেষ কেউ না থাকায় প্রেমপত্র চান রাশি রাশি খান্না

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না সামাজিকমাধ্যমেও বেশ সরব। রোববার (৩০ জানুয়ারি) নিজের নাম ‘রাশি খান্না’ নামের ইউটিউব চ্যানেল খুলেছেন ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার নায়িকা।

এই চ্যানেলের প্রথম ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবন, লাইফস্টাইল নিয়ে কথা বলেন রাশি খান্না। এছাড়াও ইউটিউব চ্যানেল খোলার কারণও জানান তিনি।  

৩১ বছর বয়সী রাশি খান্না ব্যক্তিগত জীবনে এখনো সিঙ্গেল। তিনি বলেন, ‘আমি খুবই আবেগপ্রবণ ও রোমান্টিক। আমি প্রেমপত্র পেতে চাই এবং ডিনার ডেটে যেতে চাই। সত্যি সবসময় রোমান্টিক একটি সম্পর্ক প্রত্যাশা করি। ’

এর আগে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি এখন সম্পূর্ণ সিঙ্গেল। আমার জীবনে বিশেষ কেউ নেই, যদি কেউ থাকত! যদি পছন্দ মতো কাউকে পাই, তাহলে তার সঙ্গে ডেটে যেতে ও প্রেম করতে চাই। ’

এদিকে ইউটিউব চ্যানেল খোলার প্রসঙ্গে রাশি খান্না বলেন, ‘শোবিজে কাজ করার কারণে অনেক মানুষ আমাকে অনুসরণ করেন। এজন্য আমার মনে হয়েছে, আমার সকল কাজের আপডেট দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল ভালো একটি প্ল্যাটফর্ম। যার কারণেই চ্যানেলটি খুলেছি। ’

রাশি খান্না ‘মাদ্রাজ ক্যাফে’ ছাড়াও  ‘শিবম’, ‘হাইপার’, ‘অক্সিজেন’, ‘সুপ্রিম’, ‘জয় লাভা কুসা’র মতো সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘আরানমানাই-থ্রি’। বর্তমানে তামিল-তেলেগু ও হিন্দি মিলিয়ে সাতটি সিনেমায় কাজ করছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।