ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কিছুই বলছেন না রিয়াজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
কিছুই বলছেন না রিয়াজ

ঢাকা: ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)।

বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে আবু মহসিন কেন আত্মহত্যা করলেন, তাৎক্ষণিক এ ব্যাপারে কিছু জানা যায়নি। চুপ করে আছেন রিয়াজও।

এ বিষয়ে জানতে রিয়াজকে ফোন করলে তিনি বলেন, ‘এ ঘটনা নিয়ে এখনই কিছু বলতে পারব না। ’ এটুকু বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

২০০৭ সালের ১৮ ডিসেম্বর আবু মহসিনের মেয়ে মডেল মুশফিকা তিনাকে বিয়ে করেন রিয়াজ।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
জেআইএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।