ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ঐশ্বরিয়া

কিছুদিন আগে স্বামী ধানুশের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনায় আসেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। সেই রেশ কাটতে না কাটতে এবার তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অসুস্থ হওয়ার পর ঐশ্বরিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে ঐশ্বরিয়া লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সকল সুরক্ষাবিধি মেনে চলার পরও আমি আক্রান্ত হলাম। হাসপাতালে ভর্তি রয়েছি। প্রত্যেককে অনুরোধ, সবাই মাস্ক পরে থাকুন, সময় মতো টিকা নিন আর সুরক্ষিত থাকুন। ’

ছবি প্রকাশের পর তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মীসহ অনুরাগীরা 

১৭ জানুয়ারি সামাজিকমাধ্যমে ধানুশ ও ঐশ্বরিয়া যৌথভাবে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন। তারা দু’জন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন। একইসঙ্গে তাদের বিচ্ছেদের সিদ্ধান্তকে সম্মান জানানোরও অনুরোধ করেন এই তারকাদ্বয়।  

এদিকে, ধানুশ ও ঐশ্বরিয়ার পরিবার থেকে এই বিচ্ছেদের বিষয়টি নাকি মানতে নারাজ। ২০০৪ সালে ঐশ্বরিয়াকে বিয়ে করেন ধানুশ। তাদের সংসারে রয়েছে দুই ছেলে যাত্রা ও লিঙ্গা।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।