ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই খানের সঙ্গে পর্দায় অভিনয় করবেন ঋত্বিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
দুই খানের সঙ্গে পর্দায় অভিনয় করবেন ঋত্বিক! সালমান খান, ঋত্বিক রোশন ও শাহরুখ খান

বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে এর আগে একই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। আসন্ন আরো দু’ইটি সিনেমায়ও পর্দা ভাগ করতে যাচ্ছেন এই দুই খান।

শোনা যাচ্ছে, দুই সুপারস্টারের সঙ্গে এবারই প্রথম দেখা যেতে পারে আরেক সুপারস্টার ঋত্বিক রোশনকে। এই নিয়ে চলছে জোড় গুঞ্জন।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সালমান খানের ‘টাইগার ৩’-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে হাজির হবেন সালমান। আর এই দুই সিনেমার মধ্যে যে কোনো একটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ঋত্বিক রোশনকে! 

২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমায় ঋত্বিককে মেজর কবীর ঢালিওয়াল রূপে দেখা গিয়েছিল। এই চরিত্রটিতেই নাকি ক্যামিও করবেন অভিনেতা।

একমাত্র ‘ওয়ার ২’ হওয়ার পরেই ঋত্বিকের চরিত্রটি পাঠান বা ‘টাইগার ৩’-এর সঙ্গে সাক্ষাৎ করতে পারে এবং এটা প্রথম থেকেই পরিকল্পনা হয়ে আছে বলে এক সূত্র জানিয়েছে।

‘জিরো’র পর ‘পাঠান’ দিয়ে ফিরছেন শাহরুখ খান। এতে ‘বাদশা’র বিপরীতে রয়েছেন দীপিকা পাডুকোন। এদিকে, ‘টাইগার ৩’তে সালমানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্ট, জানুয়ারি ২৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।