ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের গাওয়া গানে শাহরুখ-ক্যাটরিনা-আমির

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
সালমানের গাওয়া গানে শাহরুখ-ক্যাটরিনা-আমির

মুক্তি পেল সালমান খানের গাওয়া ও অভিনীত নতুন গান ‘ডান্স উইথ মি’। গানের ভিডিওতে দেখা গেল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, আমির খান, শাহরুখ খানদের মতো তারকাদের।

সালমানের গাওয়া এই গানে আরও দেখা গেছে তার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের। গানের কথায় বলিউড ভাইজান তার সঙ্গে নাচ করতে আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে।  

‘ডান্স উইথ মি’ গানের সংগীত পরিচালনা ও সুর করেছেন খ্যাতিমান কম্পোজার জুটি সাজিদ-ওয়াজিদ। গানের ভিডিও বানানো হয়েছে তার বেশ কয়েকটি নাচের ভিডিওর অংশ ব্যবহার করে। এমনকি তার দাদু দিদারের ঝলক পাওয়া যায় এতে।

গানটি সামাজিকমাধ্যমে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন সালমান। একইসঙ্গে তার ক্তরা সালমানের মিষ্টি সুরের প্রশংসাও করছেন।  

বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। এছাড়াও শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘পাঠান’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সালমানকে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।