ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সত্যি হলো কাঞ্চন-জায়েদকে নিয়ে টিয়া পাখির ভবিষ্যদ্বাণী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
সত্যি হলো কাঞ্চন-জায়েদকে নিয়ে টিয়া পাখির ভবিষ্যদ্বাণী

চিঠির খামের সূত্র ধরে ‘অবুঝ মন’ নামের একটি টিয়া পাখি ভবিষ্যদ্বাণী দিয়েছিল, শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হবেন।  

আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায় তারা দু’জনই শিল্পী সমিতির পরবর্তী নেতৃত্বে আসছেন! তাদের দু’জন ছাড়াও চিত্রনায়িকা পরীমনি জয় পাবে বলেও জানিয়েছিল পাখিটি।

কিন্তু এই রায়টি সঠিক হয়নি, ৭৯ ভোট পেয়ে হেরে যান পরী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে প্রকাশিত একটি ভিডিও প্রকাশ করা হয়। অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় টিয়া পাখির মাধ্যমে ভোটের ফলাফল আগাম জানার উদ্যোগ নেন। আর টিয়া পাখির মালিকের নাম আরমান হোসেন শাহ।  

শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।