ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিং শেষেই কলকাতায় ফিরলেন মিথিলা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
শুটিং শেষেই কলকাতায় ফিরলেন মিথিলা রাফিয়াত রশিদ মিথিলা

চলতি মাসের শুরুতেই কলকাতায় থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ৮ জানুয়ারি মিথিলা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তবে করোনামুক্ত হয়েই এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছিলেন এ অভিনেত্রী।  

এ সময়েই ‘দ্য হলি গান’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন মিথিলা। ১৯ জানুয়ারি থেকে মিরপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়। ২৪ জানুয়ারি পর্যন্ত শুটিং করে আবারও কলকাতায় ফিরে গেছেন এই অভিনেত্রী।  

‘দ্য হলি গান’ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা আগুন।

নির্মাতা জানান, থ্রিলার ঘরানার গল্পে ছয় পর্বে সিরিজটি নির্মিত হচ্ছে। সিরিজটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।  

এতে মিথিলা ও আগুন ছাড়াও আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, চমক, আহমেদ রুবেল, দীপা খন্দকারসহ অনেকে। আসছে ভালোবাসা দিবসে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।