ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বিয়ে লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
‘বিয়ে লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো’ জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খানের মা বেঁচে থাকতে চলচ্চিত্র শিল্পী নিয়ে তাকে বলে গেছেন, ‘তোমার আর বিয়ে-শাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো। ’  

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আয়োজিত মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মাকে স্মরণ করে কাঁদতে কাঁদতে এ কথা বলেন জায়েদ খান নিজেই।

গত ২৭ ডিসেম্বর তার মা সাহিদা হক ইন্তেকাল করেন।
  
অনুষ্ঠানে জায়েদ খান বলেন, ‘আমি যে কত এতিম এখন, বোঝাতে পারব না। আমার মা মরার আগে বলে গেছেন, ‘তোমার আর বিয়ে-শাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো। আমি অনেক কাজ করেছি, তাই অনেকের চক্ষুশূল হয়ে গেছি। ’ 

সেসময় আরো উপস্থিত ছিলেন মিশা-জায়েদ প্যানেলের প্রার্থী ও সমিতির ভোটাররা।

অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেত্রী সুজাতা বলেন, ‘মিশা-জায়েদ আমার সন্তানের মতো, ওদের পাশে সবসময় আছি, থাকব। পৃথিবীতে একটি শব্দের ভাগ হয় না তা হচ্ছে- মা। মিশা-জায়েদ আমাকে সবসময় মা ডাকে। আমার দুই ছেলের প্যানেলের পাশে আছি সবসময়। সকল সদস্যদের অনুরোধ করব মিশা-জায়েদ প্যানেলকে নির্বাচিত করার। ’

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘করোনার সময় দেখেন যত কাজ করেছে আমাদের সভাপতি-সাধারণ সম্পাদক, আর কী করবে? কেন এত বিভাজন, মিথ্যা অভিযোগ। আমরা ভালো করতে এসেছি। আমরা কিছু নিতে আসিনি। বিগত দিনে কী করেছি আপনারা দেখেছেন। আপনাদের যদি ভালো লাগে আমাদের আনবেন। ’

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘আমি মনে করি সিনিয়রদের সম্মান দিলেই সম্মান মিলে। আমরা সিনিয়রদের সম্মান দিয়েছি, এ কারণেই হয়তো আমরা জুনিয়রদের কাছ থেকে সম্মান পাই। আর শিল্পীদের ভেদাভেদের প্রশ্ন আসে না। সবাই ভালো কাজ করতে চাচ্ছে, আপনারা বুঝে ভোট দেবেন। মিশা-জায়েদরা চেষ্টা করছে ভালো কাজের, যে কাজ করতে পারেনি সেটা করার জন্য সুযোগ দেওয়া হোক।

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী অভিনেতা আলীরাজ বলেন, ‘শিল্পী মাত্রই কিন্তু সচেতন। আপনারা বিবেক-বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করেই ভোট দেবেন। বিগত দিনে মিশা-জায়েদ প্যানেল যে কাজগুলো করেছে আপনারা একটু ভেবে দেখবেন। আমি মনে করি এই প্যানেল শিল্পী সমিতির জন্য আরও একবার প্রয়োজন।  

এছাড়া আরো বক্তব্য রাখেন ডিপজল, মিশা সওদাগর, সুব্রত, রুবেলসহ প্যানেলের অন্যান্য সদস্যরা।

আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদের জন্য। গত দুইবারের মেয়াদের সভাপতি-সাধারণ সম্পাদক মিশা-জায়েদ এবারও পূর্ণ প্যানেলে নির্বাচন করছেন। তাদের বিপক্ষে লড়বেন কাঞ্চন-নিপুণ প্যানেল।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।