ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অক্ষয়ের নতুন ফ্ল্যাটের দাম ৮ কোটি টাকা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
অক্ষয়ের নতুন ফ্ল্যাটের দাম ৮ কোটি টাকা! অক্ষয় কুমার

মুম্বাইয়ের খার এলাকায় একটি বিলাসবহুল আবাসনের ১৯ তলায় ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ৭ জানুয়ারি ফ্ল্যাটটি নিজের নামে রেজিস্ট্রি করেছেন এই অভিনেতা।

জানা যায়, এর জন্য বলিউড ‘খিলাড়ি’র খরচ করতে হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অক্ষয়ের নতুন ফ্ল্যাটের আয়তন ১৮৭৮ বর্গফুট। আবাসনটিতে চারটি গাড়ি পার্কিং করতে পারবেন তিনি।

এদিকে গুঞ্জন রয়ছে, পশ্চিম অন্ধেরিতে থাকা ৯ কোটি টাকা মূল্যের অফিসটি বিক্রি করে দিয়েছেন অক্ষয়। এই অফিসটির আয়তন ৫ হাজার ৩৫৯ বর্গফুট।  

করোনার এই সময়ের অক্ষয়ের সিনেমা ‘সূর্যবংশী’ মুক্তি পেতেই বক্স অফিসে হিট করেছে। এছাড়া শোনা গেছে, এই অভিনেতা তার আগামী সিনেমার জন্য ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।  

ওটিটিতে সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত সিনেমা ‘অতরঙ্গি রে’। বর্তমানে এ অভিনেতার ব্যস্ততা রয়েছে ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘রক্ষাবন্ধন’, ‘ওহ মাই গড টু’র মতো একাধিক সিনেমার কাজ নিয়ে।  

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।