ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বিলডাকিনী’র লুকে মোশাররফ-পার্নো

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
‘বিলডাকিনী’র লুকে মোশাররফ-পার্নো পার্নো মিত্র-মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বর্তমানে নওগাঁয় সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

সিনেমাটির শুটিংয়ের লুকে গ্রামীণ পাত্র-পাত্রীর বেশে দেখা গেল এই দুই তারকাকে।

সরকারি অনুদানের ‘বিলডাকিনী’ সিনেমা নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। কলকাতা থেকে নওগাঁয় গিয়ে ১৮ জানুয়ারি শুটিংয়ে যোগ দেন পার্নো মিত্র।

এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত যৌথ প্রযোজনার ‘ডুব’ সিনেমায় দেখা গেছে পার্নোকে। তবে এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের একক প্রযোজিত সিনেমায় কাজ করছেন পার্নো।

জানা গেছে, নওগাঁ জেলার বিভিন্ন মনোরম লোকেশনে ২৫ জানুয়ারি পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলবে। একসঙ্গেই পুরো সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হবে।

নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমাটির চিত্রনাট্য।  গল্পে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।