ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কারিশ্মার বিয়ে ফেব্রুয়ারিতে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কারিশ্মার বিয়ে ফেব্রুয়ারিতে কারিশ্মা তান্না

‘বিগ বস’খ্যাত অভিনেত্রী কারিশ্মা তান্না ২০২১ সালের নভেম্বরে বাগদান সারেন। তার হবু বর ব্যবসায়ী বরুণ বঙ্গেরা।

তার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী।  

আগামী ৫ ফেব্রুয়ারি নাকি বিয়ে করতে যাচ্ছেন কারিশ্মা আর বরুণ। কারিশ্মার ঘনিষ্ঠ এক বান্ধবী সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন।  

তিনি আরও জানান, গুজরাটি আর দক্ষিণ ভারতীয়-এই দুই রীতি মেনেই বিয়ে হবে কারিশ্মা-বরুণের। বিয়ের আগে ৪ ফেব্রুয়ারি হবে মেহেদি আর সংগীত অনুষ্ঠান। এরপর বিয়ের দিন সকালে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

এ বিষয়ে আরও জানা যায়, কিছুদিন ধরেই বিয়ের পোশাক নিয়ে পরিকল্পনা করছেন কারিশ্মা। বিয়েতে শ্বশুরবাড়ির লোকদেরকে সারপ্রাইজ দিতে বিশেষ পরিকল্পনাও নাকি করেছেন তিনি। তবে করোনার কারণে বিয়ের অতিথির তালিকা সংক্ষিপ্ত করেছেন এই তারকা।  

কারিশ্মা আর বরুণের পরিচয় বেশ কয়েক বছরের। এক কমন বন্ধুর মাধ্যমে তাদের দুজনের মধ্যে পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।