ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিভোর্স 'হয়নি' ধানুশ-ঐশ্বরিয়ার, দাবি অভিনেতার বাবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
ডিভোর্স 'হয়নি' ধানুশ-ঐশ্বরিয়ার, দাবি অভিনেতার বাবার ঐশ্বরিয়া ও ধানুশ

ভেঙে গেছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ এবং মেগাস্টার রজনীকান্তের মেয়ে ও পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্তের সংসার।

সম্প্রতি ১৮ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা যৌথভাবে দিয়েছেন তারা।

এমন খবরে রীতিমত হইচই পড়ে গিয়েছে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে। তবে পুরো বিষয়টিকে ‘দাম্পত্য কলহ’ বলে মনে করছেন ধানুশের বাবা কাসথুরি রাজা। ধানুশ-ঐশ্বরিয়ার এখনো ডিভোর্স হয়নি বলেও দাবি তার।

এক সাক্ষাৎকারে ধানুশের বাবা বলেন, ‘এটি পারিবারিক কলহ, সাধারণত এমনটা বিবাহিত দম্পতির মধ্যে হয়ে থাকে। স্পষ্টতই, এটা ডিভোর্স নয়। ’ 

ধানুশ-ঐশ্বরিয়া চেন্নাইতে ছিলেন না, হায়দ্রাবাদে আছেন। এই তারকা দ্বয়কে তিনি পরামর্শ দিয়েছেন বলেও জানান।  

১৭ জানুয়ারি সামাজিকমাধ্যমে ধানুশ ও ঐশ্বরিয়া যৌথভাবে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন। তারা দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন। একইসঙ্গে তাদের বিচ্ছেদের সিদ্ধান্তকে সম্মান জানানোরও অনুরোধ করেন এই তারকাদ্বয়।  

টুইটারে ধানুশ লেখেন, ‘আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি দু’জনের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বরিয়া আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দম্পতি হিসেবে এতদিন একসঙ্গে থেকেছি। এবার নিজেদেরকে আলাদাভাবে বোঝার পালা। ’

সবার উদ্দেশ্যে ‘আতরঙ্গি রে’খ্যাত অভিনেতা লেখেন, ‘সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন। একই সঙ্গে আমাদের দু’জনের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করতে দেবেন। ’

হঠাৎ করে কী এমন ঘটলো যে কারণে ধানুশ ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয়েছে, এর কারণ জানাননি দু’জনের কেউই।

২০০৪ সালে ঐশ্বরিয়াকে বিয়ে করেন ধানুশ। তাদের সংসারে রয়েছে দুই ছেলে যাত্রা ও লিঙ্গা।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।