ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হওয়ার খবর জানিয়ে ন্যানসির ক্ষোভ প্রকাশ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
মা হওয়ার খবর জানিয়ে ন্যানসির ক্ষোভ প্রকাশ নাজমুন মুনিরা ন্যানসি

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়িকা নিজেই।

এরপরেই বিভিান্ন জায়গায় তার অনাগত সন্তানের নামও প্রকাশ হতে থাকে।  

বলা হয়, ন্যানসি ও তার স্বামী গীতিকার মহসীন মেহেদী তাদের অনাগত সন্তানের নাম ঠিক করেছেন -‘মেহেনাজ’। বিষয়টি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন ন্যানসি।  

সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ন্যানসি লেখেন, আমার স্বামী মহসিন মেহেদী এবং আমি নাজমুন মুনিরা। আমাদের দু’জনের নামের সংক্ষিপ্ত রূপ ‘মেহেনাজ’। আমাদের এতদিনে মিডিয়া জগতের সিংহ ভাগ মানুষ মেহেনাজ নামেই চেনে। ‘মেহেনাজ’ নামটি কী করে আমার অনাগত সন্তানের নাম হয়ে গেল, সেটা বুঝলাম না! আবার অনেকে নিজ বুদ্ধিতে ধরে নিচ্ছেন আমি কন্যাসন্তানের মা হবো বলে নাম রেখেছি ‘মেহেনাজ’!

তিনি লেখেন, আমাদের বিয়ের বয়স পাঁচ মাস চলছে। সব ঠিকঠাক থাকলে রিপোর্ট অনুযায়ী আমার গর্ভের সন্তানের জন্মের সময় দেখাচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে। গর্ভধারণের শুরুতে কী করে জানব কাঙ্ক্ষিত সন্তানটি ছেলে নাকি মেয়ে!

ন্যানসি লেখেন, অনেকে নিজ দায়িত্বে আমার বক্তব্য মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। আমার বক্তব্য এমন - আমি খুবই আনন্দিত। পূর্বে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক জটিলতা হয়েছে। আমি ভাবতেই পারিনি আর কখনো মা হ! 

ক্ষোভ জানিয়ে এই গায়িকা লেখেন, আমি এসব আজগুবি লেখা পড়ে হতবাক হয়ে যাই। আমি এখন পর্যন্ত কোনো সাংবাদিকের সঙ্গে এ ব্যাপারে কোনো কথাই বলিনি। তাহলে আমার এ বক্তব্য কি আমার প্রেতাত্মা এসে জানিয়েছে! সন্তান জন্ম দেওয়া- হোক সেটা প্রথম কিংবা পঞ্চম; প্রতিবারই তীব্র আনন্দ এবং শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে একজন মাকে যেতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। আমার নতুন এক অংশের মুখ দেখার অপেক্ষায় দিন পার করছি। এ অপেক্ষা মধুর।

বিকৃত রুচির নারী-পুরুষের জন্য নিজের আনন্দ নষ্ট করবেন না জানিয়ে ন্যানসি লেখেন, অনেক অযাচিত লোকের আমার জীবনের সুখবরটি শুনে গাত্রদাহ হচ্ছে জানি! গালিগালাজ করার জন্য ইতিমধ্যেই জিহ্বাতে ধার দিয়ে রেখেছেন! বিশ্বাস করেন, আপনাদের আমার জীবনে থাকা না থাকাতে আমার কিচ্ছু আসে যায় না। কোনো বিকৃত রুচির নারী-পুরুষের জন্য মেহেনাজ পরিবার তাদের আনন্দ বিসর্জন দেবে না।

এবার নিয়ে তৃতীয়বারের মতো সন্তানের মা হতে যাচ্ছেন ন্যানসি। এর আগের দুই সংসারে তার দুই কন্যা সন্তান রয়েছে। তাদের নাম রোদেলা ও নায়লা।

২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। এটি তার তৃতীয় বিয়ে। গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয়। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।