ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নতুন গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে ন্যানসি ফেরদৌস ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যানসি

দীর্ঘদিন পর প্রবীণ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গান করলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। প্রায় দশ বছর পর তারা দু’জন জুটি বেঁধেন।

 

বাংলাদেশ লাং ফাউন্ডেশনের (বিএলএফ) থিম সং-এ কণ্ঠ দিয়েছেন তারা। গানটি লিখেছেন ডা. কাজী বেন্‌নূর। সুর ও সংগীত ফেরদৌস ওয়াহিদ নিজেই করেছেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর।

বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর একটি স্টুডিওতে থিম সংটির কাজ হয়েছে।  

গানটির কথা হচ্ছে- ‘নির্মল নিশ্বাসে, অনাবিল আশ্বাসে, প্রাণময় সুস্থ জীবন/ এই ব্রত বুকে নিয়ে, অবিরত পথ চলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন’

গানটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, লাং ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অতুলনীয়। তাদের উদ্যোগে নিজেকে সামিল করতে পেরে ভালো লাগছে।

শিগগিরই গানটি ভিডিও আকারে প্রকাশ পাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।