ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অরিজিতের মাথা খারাপ হয়ে গেছে: ইসমাইল

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
অরিজিতের মাথা খারাপ হয়ে গেছে: ইসমাইল অরিজিৎ সিং- ইসমাইল দরবার

বর্তমান সময়ে ভারতে যে কয়েকজন জনপ্রিয় শিল্পী রয়েছে তাদের মধ্যে অন্যতম অরিজিৎ সিং। পশ্চিমবঙ্গের অরিজিৎ গানের সুরে মাতিয়ে রেখেছেন পুরো বলিউড।

এবার অরিজিৎকে মাথা খারাপ বললেন সুরকার ইসমাইল দরবার!

সম্প্রতি এক রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় ইসমাইল এমন মন্তব্য করেন। তার এই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। এমন মন্তব্যে অরিজিতের অনেক ভক্তই ইসমাইলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।  

ইসমাইল বলেন, ‘অরিজিৎ আমার খুব পছন্দের। তবে তার আকাশছোঁয়া সাফল্যে মাথা খারাপ হয়ে গেছে। কেমন যেন আজকাল অদ্ভুত আচরণ করে সে। ’ 

তিনি আরও বলেন, ‘ও (অরিজিৎ) মনে করে ওর কাওকে আর দরকার নেই। কিন্তু এটা ঠিক না। আমি ওর ভালো চাই বলেই কথাগুলো বলছি। এই ইন্ডাস্ট্রিতে অনেকেই এইভাবে শেষ হয়ে গেছে। আমার কথা শুনলে ওর খারাপ হবে না!’ 

শুধু অরিজিৎকে নিয়েই নয়, এদিন আরেক গায়ক বাদশাকে নিয়েও মন্তব্য করেন ইসমাইল। এই সুরকার বাদশার প্রসঙ্গে বলেন, ‘বাদশা যা গায় ওটাকে গান না বলে ছড়া বলা ভালো। কোনও সুর নেই! বাদশা নিজেও জানে সে গাইতে পারে না। ’

ইসমাইলের মতে, বলিউডে টিকে থাকতে হলে কঠিন অধ্যবসায়, সবার সঙ্গে ভালো সম্পর্ক, পেশাদারিত্ব মেনে চলতে হয়। আর এর অভাব ঘটলেই বিপদ।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।