ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছেলেকে বিয়ে করালেন খরাজ মুখার্জি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
ছেলেকে বিয়ে করালেন খরাজ মুখার্জি খরাজ মুখার্জি ও বিহু-অঙ্কনা

ঘরে নতুন সদস্য নিয়ে এলেন কলকাতার শক্তিমান অভিনেতা খরাজ মুখার্জি। বছর শুরুতেই এই সুসংবাদ জানিয়েছেন তিনি।

 

খরাজ তার ছেলে বিহু মুখার্জিকে বিয়ে করিয়েছেন। সামাজিক মাধ্যমে নবদম্পতির ছবি প্রকাশ করে বিষয়টি সবাইকে জানিয়েছেন।

ছবিতে দেখা যায় বরের সাজে খরাজের ছেলে বিহু ও কনে অঙ্কনা দাশকে। অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘এবার আমি দায়মুক্ত। ওরা বিবাহিত। ’ 

খরাজ পুত্র বিহুর স্ত্রী অঙ্কনা পেশায় সংগীতশিল্পী। যে ব্যান্ডের ড্রামার বিহু সেখানেই গান করেন অঙ্কনা। তাদের ব্যান্ডের নাম ‘মোক্ষ’। এই সুরেলা জুটির সম্পর্ক দীর্ঘ সাত বছরের। অবশেষে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি করে বিয়ে সারলেন তারা। বিয়ের দিন সবুজ রঙা বেনারসিতে সেজেছিলেন অঙ্কনা। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২৫ ডিসেম্বর।

এদিকে, সম্প্রতি খরাজ মুখার্জি শুটিং সম্পন্ন করেছেন ‘পাকা দেখা’, ‘পিয়া রে’সহ বেশকিছু সিনেমার। কিছুদিন আগে তার অভিনীত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ সিনেমাটি মুক্তি পায়।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।