ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত শাবনূরের সঙ্গে তার ছেলে আইজান নেহান

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন চিত্রনায়িকা শাবনূর। তিনি আক্রান্ত হওয়ার একদিন পর তার ছেলে আইজান নেহানও কোভিড রেজাল্ট পজিটিভ এসেছে।

তবে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি, বাসাতেই আইসোলেশনে রয়েছে সে।

বিষয়টি ফেসবুকে শাবনূর নিজেই জানিয়েছেন।

এই অভিনেত্রী লেখেন, ‘আবারো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনা ভাইরাস’ ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি। ’

আইজান যাতে দ্রুত সুস্থ হয়ে যায় সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন শাবনূর।  

দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন শাবনূর। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের জনপ্রিয় এ নায়িকাকে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।