ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় অভিযোগ ভিকি কৌশল

সদ্য নতুন জীবন শুরু করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

বিয়ের পর্ব চুকিয়ে কাজেও ফিরেছেন এই তারকা।

এদিকে নতুন বছরের শুরুতে ভিকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।  

সম্প্রতি সারা আলি খানের সঙ্গে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে শুটিং করতে গিয়েছিলেন ভিকি। তাদের শুটিংয়ের একটি ভাইরাল ছবিতে দেখা যায়, সারাকে পিছনে বসিয়ে বাইকে করে শহরে ঘুরছেন তিনি।  

ওই যুবকের অভিযোগ, ভিকির বাইকে যে নম্বর প্লেটটি দেখানো হয়েছে, সেটি তার বাইকের। অভিযোগ করা যুবকের নাম জয় সিং যাদব, তিনি ইন্দোরের বাসিন্দা।  

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে, আসলেই অবৈধভাবে নম্বর প্লেটটি ব্যবহার করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।  

ভিকির পাশাপাশি অভিযোগে নাম এসেছে সারা আলী খানেরও।

নতুন এই সিনেমার মাধ্যমে সারার সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি-সারাকে। তবে থানায় অভিযোগ প্রসঙ্গে এখনো মুখ খোলেননি তাদের কেউ-ই।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।