ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বছরের শেষদিন যে উপহার দেবেন হৃদয় খান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বছরের শেষদিন যে উপহার দেবেন হৃদয় খান  হৃদয় খান

বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। নতুন উদ্যমে সবাই স্বাগতম জানাবেন নতুন বছর ২০২২-কে।

২০২১ সালের শেষদিন ৩১ ডিসেম্বর ভক্ত-শ্রোতাদের বিশেষ চমক দিতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান।

সোমবার (২৭ ডিসেম্বর) হৃদয় খান এক ভিডিওবার্তায় উপহার হিসেবে ‘ভালোবাসা কী’ শিরোনামের একটি গান প্রকাশের কথা জানিয়েছেন। গানটির কথা লিখেছেন অভিনেত্রী-লেখক শানারেই দেবী শানু।

এই গায়ক বলেন, ‘এটা পুরোপুরি রোমান্টিক একটি গান। ভালোবাসা এবং ভালো অনুভূতির কথা ফুটে উঠেছে গানটিতে। ভালোবাসার কথা কল্পনা করেই আমি সুরটি করি। তারপর শানুকে ফোন করে জানাই। বলি, এবার থার্টিফার্স্টে গানটি প্রকাশ করলে কেমন হয়? এরপর গানের কথা লিখে দেয়। আমি বলব দারুণ একটি গান হয়েছে। ’
 
শানু বলেন, ‘আমি খুবই সম্মানিত যে আবারও হৃদয় গানের জন্য গান লিখতে পেরেছি। ’

এর আগে হৃদয় খানের জন্য ‘শূন্য হৃদয়’ শিরোনামের একটি গানটি লিখেছিলেন শানু। এটি ৫ নভেম্বর প্রকাশ পায়।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।