ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রীতির বাগানে কলার বাম্পার ফলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
প্রীতির বাগানে কলার বাম্পার ফলন প্রীতি জিনতা

বাড়ির পাশে বাগান করার শখ অনেক তারকারই রয়েছে। সে তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও।

২০১৯ সালে বাড়ির পাশের বাগানে বেশকিছু গাছ রোপণ করেছিলেন তিনি। এর মধ্যে রয়েছে কলা গাছও। করোনা মহামারির সময়ে ঘরবন্দি অবস্থায় গাছগুলোর বেশ যত্ন নিয়েছেন তিনি। অবশেষে তিন বছর পর সেই গাছে ফল ধরেছে। কলার বাম্বার ফলন হয়েছে। গাছে কলার ছড়া দেখে আনন্দে আত্মহারা এই অভিনেত্রী।

নিজের লাগানো গাছের কলা ভক্তদের দেখাতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রীতি।  

ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘সবুরে মেওয়া ফলে। যদি আপনি একটি চারাগাছ রোপণ করেন, নিজের সমস্ত ভালোবাসা এবং যত্ন দেন, এটাও এই কলা গাছের মতো বেড়ে উঠবে এবং ফল দেবে। এখন আমি কলার মিল্ক-সেক বানাবো। কলা দিয়ে আরও অনেক উপকরণ তৈরি করব। ’ 

ক্যাপশনে প্রীতি জানান, ২০১৯ সালে যেসব গাছ রোপণ করেছিলেন, ওইসব গাছের বেড়ে ওঠা দেখার চেয়ে তার কাছে আনন্দের আর কিছুই ছিল না।  

একই সঙ্গে সবাইকে গাছ লাগানো জন্য উৎসাহও দিয়েছেন ‘কাল হো না হো’খ্যাত এই অভিনেত্রী।  

এদিকে, নভেম্বর সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি জিনতা। সামাজিক মাধ্যমে স্বামী জেনে গুডএনাফের সঙ্গে ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।