ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন মীর?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
বিয়ে করছেন মীর? মীর আফসার আলী

ভারতের পশ্চিমবঙ্গের উপস্থাপক-অভিনেতা মীর আফসার আলী। যাকে সবাই মীর নামেই চেনে।

এবার হঠাৎ করেই বরের বেশে দেখা গেল মীরকে। তাহলে কী বিয়ে করছেন তিনি?

সম্প্রতি একটি ছবিতে দেখা যায়, মীরের মাথায় টোপর, গলায় রজনীগন্ধার মালা, পরনে ঘিয়ে রঙের ধুতি আর লাল পাঞ্জাবী। একেবারে বরের সাজে সেজেছেন তিনি। আশেপাশের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে বিয়ের আমেজ।  

তবে বাস্তবে বিয়ে করছেন না মীর। একটি সিনেমার শুটিংয়ের স্টিল ছবি এটি। ছবির ক্যাপশনে মীর লেখেন, যাকে দেখছি সেই বিয়ে করছে! এই ছবিটা সেই সমস্ত সিঙ্গলদের জন্য যাদের এবারেও হল না।  

মীরের ছবির আর ক্যাপশনের মন্তব্যের ঘরে তার বন্ধু সংগীতশিল্পী সঞ্চালিকা লাজবন্তী রায় লেখেছেন, ছবি দেখে আমি তো ভাবলাম ন্যাড়া বেলতলায় আবারও নাকি!

প্রায়ই বিভিন্ন বিষেয়ে মজার পোস্ট করেন মীরাক্কেলের এই উপস্থাপক। এই পোস্টটিও মজার ছলেই দিয়েছেন মীর। ভক্তদের কেউ কেউ মজা করে মীরের বিয়ের নিমন্ত্রণ পাওয়ায় হতাশাও জানিয়েছেন।  

এদিকে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে চার বছর পর জুটি বেঁধে সিনেমায় হাজির হচ্ছেন মীর। ‘বিজয়ার পরে’ নামের সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। সিনেমাটি পরিচালনা করছেন অভিজিৎ শ্রী দাস।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।