ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উইনস্টন চার্চিলের দুর্লভ চিত্রকর্ম বেচে দিচ্ছেন অ্যাঞ্জেলিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
উইনস্টন চার্চিলের দুর্লভ চিত্রকর্ম বেচে দিচ্ছেন অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা জোলি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উিইনস্টন চার্চিলের আঁকা একমাত্র ছবিটি বিক্রি করতে চলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবিটির মূল্য ২৯ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৯৪৩ সালের জানুয়ারিতে মরোক্কোতে কাসাব্লাঙ্কা কনফারেন্সে যোগ দিয়েছিলেন চার্চিল। তখন উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। নাৎসি জার্মান বাহিনীকে পরাস্ত করার পরবর্তী রণকৌশল নির্ধারণ করেন তারা। এমন সময়ে ‘টাওয়ার অব দ্য কৌতবিয়া মস্ক’ নামে একটি ছবি এঁকেছিলেন চার্চিল। এটি চার্চিলের আঁকা সবচেয়ে বিখ্যাত চিত্রগুলোর অন্যতম।  

ছবিটি রুজভেল্টকে উপহার দিয়েছিলেন চার্চিল। এরপর একপর্যায়ে অ্যাঞ্জেলিনা জোলির শিল্পকর্ম সংগ্রহশালায় চলে আসে ছবিটি।

উইনস্টন চার্চিলের আঁকা বিখ্যাত ছবি ‘টাওয়ার অব দ্য কৌতবিয়া মস্ক’

ছবিটির আনুমানিক মূল্য ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলার হিসেবে উপস্থাপন করবেন জোলি। আগামী ১ মার্চ ছবিটি বিক্রির জন্য উপস্থাপন করা হবে।

২০১১ সালে ছবিটি জোলি পরিবারের সংগ্রহে আসে। তবে তারা কীভাবে ছবিটির অধিকারী হয়েছেন তা এখনও পরিষ্কার নয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।