ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাদশার গানে নাচবেন শেহনাজ গিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
বাদশার গানে নাচবেন শেহনাজ গিল শেহনাজ গিল ও বাদশা

কিছুদিন আগে শ্রেয়া ঘোষালের নতুন একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছেন বিগ বসের সাবেক প্রতিযোগী শেহনাজ গিল। এবার তিনি নাচতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশার নতুন গানে।

 

খুব শিগগিরই গানটি জাম্মু ও কাশ্মীরে গানটির শুটিং হবে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।  

বাদশার অন্য গানগুলোর মতো এটিও বেশ আকর্ষণীয় হবে বলে জানানো হয়। গানের ভিডিওতে বাদশা ও গিল দু’জনকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে।

মিউজিক ভিডিওটির সংশ্লিষ্ট সূত্র বলেন, ‘শেহনাজের সংগীত ব্যাকগ্রাউন্ড রয়েছে, এছাড়া তার বেশকিছু নাচ হিট হয়েছে। তিনি বাদশার গানটি পছন্দ করেছেন এবং এতে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। দারুণ একটি স্টাইলিশ মিউজিক ভিডিও হতে যাচ্ছে এটি’।  

শেহনাজ গিল পাঞ্জাবের সংগীত শিল্পের একজন জনপ্রিয় মুখ। তিনি বিগ বস ১৩-এ অংশ নিয়ে দারুণ জনপ্রিয়তা পান। গিল এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

গত বছরের বাদশাহ ‘গেন্দা ফুল’ গান দিয়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হন। এতে মডেল হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।   

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।