ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফিল্ম ক্লাব নির্বাচন

সভাপতি পদে প্রার্থী হয়েছেন ওমর সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
সভাপতি পদে প্রার্থী হয়েছেন ওমর সানি ওমর সানী ও তার নির্বাচনি পোস্টার

চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে গঠিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ওমর সানি।

 

তিনি গেল দুই বছর নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এই তারকা।

নির্বাচন প্রসঙ্গে ওমর সানি বলেন, সাধারণ সম্পাদক হিসেবে ২ বছর চেষ্টা করেছি সংগঠন ও সদস্যদের জন্য কাজ করতে। সে সাফল্যের অনুপ্রেরণাতেই সভাপতি প্রার্থী হয়েছি। ভোটাররা আমার উপর ভরসা রাখবে বলে আমার বিশ্বাস।

৩০ বছর বয়সী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে ওমর সানি নেতৃত্বাধীন প্যানেল থেকে প্রার্থী হয়েছে -মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ।

নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোট চাইছেন ভোটারদের কাছে। ফোনে ও সামাজিক মাধ্যমে ভোট চেয়েছেন ওমর সানিও।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।