ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন ইমন ও নীলাঞ্জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
বিয়ে করলেন ইমন ও নীলাঞ্জন ইমন ও নীলাঞ্জন

গাঁটছড়া বাঁধলেন টলিউডের দুই সংগীত তারকা কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।  

রোববার (৩১ জানুয়ারি) মালা বদল করে রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন তারা।

ছবি প্রকাশ করে বিষয়টি ফেসবুকে জানিয়েছেন ইমন নিজেই।  

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারিড’। তারপর থেকেই ভক্ত ও ঘনিষ্ঠদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই জনপ্রিয় গায়িকা।

ছবিতে কমলা সিল্ক শাড়ি গায়ে দেখা যাচ্ছে ইমনকে। আর নীলাঞ্জনের পরনে সাদা পাঞ্জাবি। নব-দম্পতিকে বেশ প্রাণবন্তর লাগছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কাগজে কলমে ইমন-নীলাঞ্জনের বিয়ে সম্পন্ন হলেও তাদের বিয়ের মূল আয়োজন রাখা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। সেদিন বন্ধু ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তবে খুব বেশি অতিথি থাকছে না।

এর আগে গত বছরের অক্টোবরে নীলাঞ্জনের সঙ্গে বাগদান সেরেছিলেন ইমন। তবে করোনা মহামারি কারণে তাদের বিয়ের আয়োজনে দেরি হয়।  

২০১৭ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ইমন চক্রবর্তী। অন্যদিক সংগীত পরিচালক হিসেবে নীলাঞ্জন ঘোষের বেশ খ্যাতি রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।