ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চাঁদ দেখতে গিয়ে পপশিল্পী সোফির মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
চাঁদ দেখতে গিয়ে পপশিল্পী সোফির মৃত্যু সোফি জিওন

গ্র্যামি মনোনয়ন পাওয়া স্কটিশ পপশিল্পী ও প্রযোজক সোফি জিওন আর নেই। সোফি জিওন ভক্তমহলে সোফি নামেই বেশি পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছেন মাত্র ৩৪ বছর।

পূর্ণচন্দ্র দেখতে গিয়ে পা পিছলে পড়ে যান সোফি। স্থানীয় সময় ভোর ৪টায় গ্রিসের অ্যাথেন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। টুইটারে শিল্পীর প্রতিনিধির দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৮ সালে "Oil of Every Pearl's Un-Insides" শিরোনামে সোফির প্রথম অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। এর আগে ২০১৫ সালে তিনি ম্যাডোনার সঙ্গেও কাজ করেছিলেন। "Bitch, I'm Madonna" এককটি ম্যাডোনার সঙ্গে প্রযোজনা করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।