ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘যৌনকর্মী’ বলায় বিজেপি নেতাকে পাল্টা দিলেন সায়নী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
‘যৌনকর্মী’ বলায় বিজেপি নেতাকে পাল্টা দিলেন সায়নী সায়নী ঘোষ

সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির এক সংসদ সদস্য অভিনেত্রী সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’দের সঙ্গে তুলনা করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন। এবার তাকে পাল্টা কঠিন জবাব দিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সংসদ সদস্য সৌমিত্র খাঁ সায়নীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘শিবলিঙ্গকে যারা অপমান করেছে, আমাদের মা মনসাকে যারা অপমান করেছে তারাই অরিজিনাল যৌনকর্মী বলে আমি মনে করি। ’ তবে ছেড়ে দেবার পাত্র নন সায়নী ঘোষ। পাল্টা জবাব তিনিও দিয়েছেন।

সায়নী বলেছেন, ‘মানুষের বৃত্তিকে গালাগালের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা নতুন প্রবণতা দেখতে পাচ্ছি। কেউ কেউ ভাবছে, হিজড়া বা যৌনকর্মী বলে অপমান করা যায়। কিন্তু আমি সব পেশাকে সমান নজরে দেখি। ’ বিজেপি সংসদ সদস্য সৌমিত্র খাঁর ব্যাপারে তিনি বললেন, ‘রাগে, শোকে ওর ভারসাম্য হারানোটাই স্বাভাবিক। ’

তবে সৌমিত্রর ‘যৌনকর্মী’ মন্তব্যের পর সায়নী কোনো আইনি পদক্ষেপ নিতে চান না। এতটা নিষ্ঠুরও তিনি নন। তিনি বলেন, ‘নারীদের সম্মান করা এদের রক্তে নেই। উনি সম্পূর্ণ কিছু নতুন গল্প তৈরি করছেন। যে কথাগুলো আমি উচ্চারণই করিনি, সেগুলো তুলে আনছেন। আজ আবার নতুন একটা কথা শুনলাম, আমি নাকি দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছি! মানুষকে যে কী বোঝাতে চাইছেন, তিনিই জানেন। ওর নামে মামলা করাই যায়, কিন্তু এমন বেফাঁস বা বোকা কথা বলার জন্য তার নিজের দলের লোকেরাই ওকে পছন্দ করেন না। আমি তাই আলাদা করে কিছুই করতে চাই না। ’

অভিনেত্রী সায়নীকে ‘যৌনকর্মী’ বলে আক্রমণ বিজেপি নেতার

গত বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় ভাষণ দেওয়ার সময় এসব মন্তব্য করেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি জানিয়েছিলেন, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে সাইকেল নয়, শিক্ষার্থীদের স্কুটার উপহার দেওয়া হবে।

তার এই বক্তব্যেরও জবাব দিয়েছেন সায়নী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘স্কুটার দেবেন খুব ভালো কথা। কিন্তু সেটা চলবে না তো। পেট্রল, ডিজেলের যা দাম... আপনি হয়তো ফ্রিতে পান তাই মাথা ঘামান না। ’

সৌমিত্র খাঁ-কে পরামর্শ দিয়ে সায়নী বলেন, ‘যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের পাশে একটু দাঁড়ান ও দায়িত্ববান হোন। ’

অবশ্য বিজেপি দলের পক্ষ থেকে শুক্রবার (২৯ জানুয়ারি) শমীক ভট্টাচার্য সৌমিত্রের ওই মন্তব্যকে ব্যক্তিগত বলে জানিয়েছেন। এটি দলের মত নয়। তবে দলের দায়ও তিনি এড়িয়ে যাননি। তার ওই মন্তব্যের জন্য শমীক দলের পক্ষ থেকে সায়নী ও রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।  

শমীক ভট্টাচার্য ক্ষমা চাওয়ার পর সায়নীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি শমীক দা এবং বিজেপির অন্যান্যদের ধন্যবাদ জানাচ্ছি। শমীকদার কথায় বিজেপির প্রতি সম্মান বাড়লো। আশ্বস্ত বোধ করছি। আমি কোনও রাজনৈতিক দলে নেই। স্বাধীন মেয়ে, আমার যা পরিচিতি তা খেটে অর্জন করেছি। আমার মনে হয়, কেউ কোনও কথা বলতেই পারেন, তার জন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। রাজনীতি মানে নোংরা, অভিনেত্রী মানে লাইনে কাজ করে, মানুষের এই ভাবনাটা আমাদেরই বদলানো উচিত। ’

আরও পড়ুন: অভিনেত্রী সায়নীকে ‘যৌনকর্মী’ বলে আক্রমণ বিজেপি নেতার

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।