ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কান চলচ্চিত্র উৎসব পেছাল দুই মাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
কান চলচ্চিত্র উৎসব পেছাল দুই মাস

গত বছর করোনা মহামারির জন্য পুরোপুরি বাতিল করা হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। চলতি বছরের মে মাসে ব্যক্তি উপস্থিতিতে উৎসবটি বসার কথা ছিল।

কিন্তু এটি আরও দুই মাস পেছানো হয়েছে।  

কান কর্তৃপক্ষ বুধবার (২৭ জানুয়ারি) উৎসব পেছানোর ঘোষণা দিয়েছে। তারা জানায়, নতুন তারিখ অনুযায়ী এবারের আসর বসবে ৬ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।  

বিশ্বে করোনা পরিস্থিতি কিছুটা কমার পর শীতে তা আবার বেড়েছে। তাই উৎসব আয়োজকরা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। গ্রীষ্মকালীন সময় ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে, সে চিন্তা থেকে জুলাইতে আয়োজন রাখা হয়ে থাকতে পারে।

জুলাইতে কান উৎসব আয়োজিত হলে এটি হবে প্রথম কোন বড় চলচ্চিত্র উৎসব যা মহামারি সময়ে ব্যক্তি উপস্থিতি দেখা যাবে।
 
মহামারিকালীন  কানের কেন্দ্রীয় আয়োজনস্থলটি হাসপাতাল হিসেবে ব্যবহিত হয়েছে। বর্তমানে সেখানে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে বলে জানা যায়।

প্রতি বছর পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী এই আয়োজনকে ঘিরে দক্ষিণ ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কান মুখর হয়ে ওঠে। ১৯৪৬ সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের শৈল্পিক অর্জনগুলো উদযাপনের জন্য প্রতি বছর এই উৎসব হয়ে থাকে।  

বর্তমানে চলচ্চিত্রে আন্তর্জাতিক প্রভাব ও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়ে আসছে আয়োজনটি। উৎসবের একদিকে যেমন থাকে শৈল্পিকভাবে সবচেয়ে সমৃদ্ধ সিনেমা, পাশাপাশি দেখা যায় বিখ্যাত তারকাদের জাঁকালো পোশাকের আলোয় উজ্জ্বল লালগালিচা। তবে করোনার জন্য ২০২০ সালে আয়োজনটি দেখতে পারেনি বিশ্ব।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।