ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হিন্দি সিনেমা পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
হিন্দি সিনেমা পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়

প্রথমবারের মতো হিন্দি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার বাংলা সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বুধবার (২৭ জানুয়ারি) থেকে ‘মনোহর পাণ্ডে’ নামের সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি।

একটি বাস্তব ঘটনা অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ শুক্লা, রঘুবীর যাদব এবং সুপ্রিয়া পাঠক কাপুর।

পরিচালক জানান, করোনা মহামারি পরিস্থিতিতে থেকে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমার গল্প সাজিয়েছেন তিনি।  

এদিকে কৌশিকের পরিচালনায় অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা সৌরভ শুক্লা ও সুপ্রিয়া পাঠক কাপুর।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমাটি গল্পে দেখা যাবে- করোনাকালে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবন কীভাবে পালটে গিয়েছে। এরই মধ্যেই আবার থাকবে প্রেম, পরকীয়া ও কিছু ভালোলাগার গল্প।

উত্তরবঙ্গে ‘মনোহর পাণ্ডে’র শুটিং হওয়ার কথা রয়েছে। এর সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এর আগে ‘শব্দ’, ‘আরেকটি প্রেমের গল্প’, ‘সিনেমাওয়ালা’, ‘নগরকীর্তনে’সহ বেশকিছু সিনেমা নির্মাণ করে নন্দিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।