ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মালদ্বীপে একান্তে ‘কেজিএফ’ তারকা ইয়াশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
মালদ্বীপে একান্তে ‘কেজিএফ’ তারকা ইয়াশ স্ত্রী-সন্তানদের সঙ্গে ইয়াশ

কিছুদিন ধরেই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র টিজার আন্তর্জাল কাঁপিয়ে চলেছে। অন্যদিকে স্ত্রী-সন্তানদের নিয়ে মালদ্বীপের মনোরম সৈকতে ছুটি কাটাচ্ছেন দক্ষিণী ‘রকিং স্টার’ ইয়াশ।

 

ভারতীয় বিনোদন তারকাদের বিনোদন উদযাপনের নতুন গন্তব্য হয়ে উঠেছে সমুদ্রকন্যা মালদ্বীপের সৈকত। কেজিএফ-২ এর আকর্ষণে ভক্তরা যখন মগ্ন, তখন অভিনেতা ইয়াশ একান্তে সময় দিচ্ছেন পরিবারকে।  

দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ইয়াশের পরিবারকে একটি আদর্শ পরিবার বলা চলে।

দুষ্টামি করার একটি মুহূর্তে মেয়ের ছবি ক্যামেরাবন্দি করেন ইয়াশ।  

ছেলের সঙ্গে ‘রকিং স্টার’র সেলফি।

স্ত্রী রাধিকা পণ্ডিতের সঙ্গে একান্তে ইয়াশ।  

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন রাধিকাও।

স্বামী-কন্যার মিষ্টি ছবিটি শেয়ার করেন ইয়াশপত্নী।

পরিবারের দারুণ মুহূতের বেশকিছু ছবি শেয়ার করেন রাধিকা।  

বোঝাই যাচ্ছে স্বামী-স্ত্রী ও দুই সন্তান মিলে দারুণ সব মুহূর্ত উদযাপন করছেন মালদ্বীপে।

‘কেজিএফ: চ্যাপ্টার টু’র টিজারটি ইতোমধ্যে রেকর্ড গড়েছে।

৭ জানুয়ারি মুক্তি পাওয়া টিজার শুধু ইউটিউবেই দেখা হয়েছে প্রায় ১৬ কোটি বার।  

‘কেজিএফ-২’র মুক্তির প্রতীক্ষায় আছে কোটি কোটি ভক্ত। যদিও এখনও মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়নি।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।