ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের নাতি সৌরভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের নাতি সৌরভ সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের নাতি সৌরভ

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমারের নাতি সৌরভ ব্যানার্জি। পাত্রী তারই প্রেমিকা ত্বরিতা চ্যাটার্জি।

দীর্ঘ ৩ বছর প্রেম করার পর দুইয়ে মিলে এক হলেন তারা

শুক্রবার (১৫ জানুয়ারি) ছিল তাদের বিয়ের অনুষ্ঠান। এতে হাজির হয়েছিলেন টলিপাড়ার অনেকেই।

বান্ধবী ত্বরিতার বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। তারই ইনস্টাগ্রামে উঠে এল সৌরভ-ত্বরিতার বিয়ের ছবি। বিয়ের দিন টকটকে লাল বেনারসিতে সেজে উঠেছিলেন ত্বরিতা। সৌরভের পরনে ছিল সাদা ধুতি। গলায় ঝুলতে দেখা গেল একাধিক গোলাপের মালা।  

অন্যদিকে, বন্ধুর বিয়েতে সন্দীপ্তা পরেছিলেন হলুদ রঙের ঐতিহ্যবাহী শাড়ি। তবে শুধু সন্দীপ্তা নন, বিয়েতে আমন্ত্রিত হয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জিও।

সন্দীপ্তা-রাহুল শুধু ত্বরিতা-সৌরভের বিয়ের অনুষ্ঠানেই নয়, সংগীত, মেহেন্দি সব অনুষ্ঠানেই হাজির ছিলেন। এমনকি জানুয়ারিতে বন্ধুদের সঙ্গে ‘হেন পার্টি’ করেছিলেন ত্বরিতা, যাকে বলে কিনা বিয়ের আগের ব্যাচেলরেট পার্টি। সেখানেও দেখা যায়, ত্বরিতার কাছের বান্ধবী, অভিনেত্রী সন্দীপ্তা সেনকে।

বর্তমানে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে সারদামায়ের ভূমিকায় অভিনয় করছেন ত্বরিতা। সৌরভের সঙ্গে ত্বরিতা অভিনয় করেছিলেন ‘হৃদয়হরণ বি এ পাশ’ ধারাবাহিকে। সেখান থেকেই তাদের প্রেম। সেই প্রেম এবার পরিণতি পেলো।

এর আগে, মহানায়ক উত্তম কুমারের নাতি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জি বিয়ের পিড়িতে বসেন গেল বছরের ডিসেম্বরে। তিনি বিয়ে করেন দেবলীনা কুমারকে।

বাংলাদেশ সময়:  ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।