ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেসবুকে বাজে মন্তব্য করায় গায়ক মেহরাবের স্ত্রীর মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ফেসবুকে বাজে মন্তব্য করায় গায়ক মেহরাবের স্ত্রীর মামলা রুশি চৌধুরী ও আশিকুর রহমান মেহরাব

ফেসবুকে দেওয়া ছবিতে বাজে মন্তব্য ও ইনবক্সে বেয়াদবি করায় মামলা করেছেন সংগীতশিল্পী আশিকুর রহমান মেহরাবের স্ত্রী ও সাবেক ছাত্রলীগ নেত্রী রুশি চৌধুরী।  

রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

 

ফেসবুকে রুশি চৌধুরী লেখেন, ‘‘আমার আর মেহরাবের ছবিতে বাজে কমেন্ট, তারপর আমার সাথে ফেসবুক ইনবক্সে বেয়াদবি, ‘অমুক ভাই বলেছে দেখে কিছু বললাম না’ ধরনের কথা, বেশ কিছু আজে বাজে গালি-গালাজ করা কমেন্ট, এইসব নোংরামো করা কয়েকজন যাদের সব ডিটেইলসসহ আমি একটা মামলা করেছি। ’’

তিনি আরও লেখেন, ‘‘বাংলাদেশের নাগরিক হবার ভিত্তিতে কেউ এসে আমাদের মানহানি করবে, বা টিজ করবে, বা নোংরা শব্দ ব্যবহার করবে, এইসবের বিরুদ্ধে আমি সব সময় সোচ্চার। প্রথমে যে ছেলেটা আমাকে এসে বলছিল ‘সবাইকে সমান ভাববেন না, কাদের স্যার ও আমাকে ভালো করে চেনে’ তাকে নিয়ে লেখার পর এবং তাকে ব্যাপারটা নিয়ে আরও কয়েকজন বলার পর সে এসে আমাকে বলে ‘মাফ করে দেন, আপনাকে চিনি নাই আগে’ এর মানে কি?রাজনৈতিক পরিচয় না থাকলে বা ক্ষমতা না থাকলে মেয়েদের যা তা বলা যাবে ফেসবুকে?’’

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা ফেসবুকে নোংরামো করেন এবং পথে ঘাটে রাজনীতি বিক্রি করে তাদের ধিক্কারও জানান তিনি।

রুশি লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে জন্ম নেওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমে গড়া এই বাংলাদেশ এবং রাজনীতি এতো সহজ না যে এর নাম যে কেউ বিক্রি করে অন্যদের হেয় করবে এবং অন্যায় প্রশ্রয় দেবে। ’

সবশেষে ফেসবুকে যা তা কমেন্ট করা এবং ইনবক্সে নোংরামো করার আগে ভেবে চিন্তা করে আগানোর পরামর্শ দিয়েছেন তিনি। জানান, আইন এইসবের বিরুদ্ধে যথেষ্ট কঠোর।

রুশি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক এই শিক্ষার্থীর সঙ্গে ২০১৯ সালের ৮ জুলাই পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মেহরাব।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।