ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে সালমান শাহ’কে নিয়ে ভিডিও গেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
আসছে সালমান শাহ’কে নিয়ে ভিডিও গেম ভিডিও গেমে সালমান শাহ

ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’কে নিয়ে তৈরি হচ্ছে একটি ভিডিও গেম। তাকে প্রধান চরিত্র করে এনাইহিলেশন সিরিজের ভিডিও গেমটি তৈরি করছেন বাংলাদেশের দুই তরুণ।


ভিডিও গেমটিতে সালমান শাহ’র লুকের মতো করেই তৈরি করা হচ্ছে চরিত্রটি। অমর এই নায়কের সঙ্গে গেমটিতে ম্যাপ, ব্যাকগ্রাউন্ড, অন্য চরিত্রগুলোও একেবারে বাংলাদেশের আদলেই তৈরি হচ্ছে।

জানা যায়, ক্রাইসিস এন্টারটেইনমেন্টের ব্যানারে গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয় এই গেমটি তৈরি করছেন।

গেমটি শিগগিরই প্রকাশ পাবে বলে জানানো হয়েছে। এছাড়া গত ৫ জানুয়ারি এর একটি টিজার প্রকাশ পেয়েছে, যা রীতিমত সবার প্রশংসায় ভাসতে থাকে। সালমান ভক্তদের পাশাপাশি অন্যরাও এটাকে স্বাগত জানিয়েছেন।

টিজার দেখা যায়, সালমান শাহ একজন ফাইটার যার একটি হাত আসল ও অন্যটি যান্ত্রিক! তবে তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরণ- সবকিছুই সালমানের মতো করেই রাখার চেষ্টা ছিল।  

১৯৯৬ সালে নিজ ঘরে সালমান শাহ’কে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শুরু থেকেই বিষয়টি আত্মহত্যা বলা হচ্ছে। কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার মা নীলা চৌধুরী। এই অভিনেতার মৃত্যুর দুই যুগ পার হলেও তার জনপ্রিয়তা এখনো একটুও কমেনি।  

 

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।