ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৃজিত-মিথিলা-আয়রার পাহাড়বিলাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
সৃজিত-মিথিলা-আয়রার পাহাড়বিলাস

একঘেয়ে জীবন থেকে মুক্তির জন্য বেশ মুখিয়ে ছিলেন নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী মিথিলা। এবার তারা ছুটেছেন গ্যাংটকের পাহাড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে মেয়ে আয়রার ছবি শেয়ার করেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ছবিতে দেখা যায় তুষার আচ্ছাদিত পাহাড়ে দাঁড়িয়ে আয়রা। ছবির ক্যাপশনে মিথিলা লেখেন, তুষারের সঙ্গে আয়রার প্রথম সাক্ষাৎ।

মিথিলা ও সৃজিতের প্রোফাইলে ভরে উঠছে পাহাড়ের ছবিতে। কোথাও বাবার কোলে আয়রা, কোথাও আবার দু’জনে হাই ফাইভ দেওয়ায় মগ্ন, কোথাও পাহাড় ও নদীকে ব্যাকগ্রাউন্ডে রেখে তারকা দম্পতি।

এক ছবিতে মিথিলা লিখলেন, অবশেষে খুব প্রয়োজনীয় একটা ছুটিতে বের হলাম।

একদিন আগেই ইনস্টাগ্রামে পাহাড়যাত্রার প্রথম ছবি শেয়ার করেন সৃজিত। বাগডোগরা বিমানবন্দরে সেলফি তুললেন স্ত্রী মিথিলা ও কন্যা আয়রার সঙ্গে। ছবিতে ছিলেন আরও চার জন। ছবির ক্যাপশনে লিখলেন, ‘গ্যাংটকে হট্টগোল’। বোঝা যায়, গ্যাংটকের উদ্দেশে রওনা দিচ্ছেন ত্রয়ী। তারপর একে একে আরও কিছু ছবি এলো সামনে।  

দ্বিতীয় পোস্টে সৃজিত জানালেন পরিবারের সঙ্গে তারা রং পোতে ওয়েসিস ক্যাফেতে তখন।  

দু’জনের ছবির ক্যাপশনেই স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ছুটিটার জন্য আঁকুপাকু করছিলেন তারা। শহর থেকে বেরিয়ে পাহাড়ের ঠাণ্ডা ও নিরিবিলির আরামে বড্ড খুশি তারা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।