ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাহুল রায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাহুল রায় রাহুল রায়

দুই মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ‘আশিকি’খ্যাত বলিউড অভিনেতা রাহুল রায়।  

ব্রেন স্ট্রোক করে গত নভেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তারকা।

গুরুতর অসুস্থ থাকায় তখন তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে সঙ্কট কাটিয়ে উঠে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাহুল রায় নিজেই বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।  

তিনি লেখেন, ‘হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে আমি বাসায় ফিরেছি। আমি সুস্থ হয়ে উঠছি, তবে পুরোপুরি সুস্থ হওয়াটা দীর্ঘ সময়ের ব্যাপার। ’

এছাড়া তার পাশে থাকার জন্য পরিবারের সদস্য, বন্ধু ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গত ২৮ নভেম্বর ৫২ বছর বয়সী এই অভিনেতা ‘কার্গিল’ সিনেমার শুটিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’র মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাহুলের। এতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। এছাড়া এই তারকা ‘পেয়ার কা সাইয়া’, ‘জানাম’, ‘স্বপ্নে সাজান কে’ ও ‘জুনুন’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। রাহুল জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’-এর প্রথম সিজনের বিজয়ী।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।