ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাহফুজা মম’র নতুন গানচিত্র ‘আনারকলি’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
মাহফুজা মম’র নতুন গানচিত্র ‘আনারকলি’ মাহফুজা মম ও শওকত আলী ইমন

প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী মাহফুজা মম’র নতুন গানচিত্র ‘আনারকলি’। এটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

 

গানটির কথা লিখেছেন এ মিজান। সুর-সংগীতায়োজনে শওকাত আলী ইমন। সম্প্রতি গানটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় সাউন্ডটেকের কার্য্যালয়ে। এতে উপস্থিত ছিলেন- সংগীত পরিচালক শওকাত আলী ইমন, গীতিকবি আহমেদ রিজভী, কণ্ঠশিল্পী মিলন ও সাউন্ডটেকের কর্ণাধার সুলতান মাহমুদ বাবুল।  

এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত মম। তিনি বলেন, দারুণ কথা ও সুরের একটি গান। এরই মধ্যে যারা গানটি উপভোগ করেছেন, সবারই প্রশংসা পেয়েছি। আমি বিশ্বাস করি, দর্শক-শ্রোতাদের গান-ভিডিওটি ভালো লাগবে।  

২০১৭ সালে ‘বাকীর ফসল’ গানটি গেয়ে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী মাহফুজা মম। গানটি লেখেন শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজন করেন জুয়েল মোর্শেদ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।