ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুরু হচ্ছে ‘সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
শুরু হচ্ছে ‘সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’

২৪ থেকে ২৬ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত এবং রুশদা ফিল্মস ও মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় তিন দিনব্যাপী অনলাইন এই উৎসবে বাংলাদেশের সেন্সর প্রাপ্ত কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

 

অনলাইন ভিত্তিক এই আয়োজনে ৫৪টি দেশের ১৫০টি বিদেশি ও ২৭টি দেশি চলচ্চিত্র মনোনীত হয়েছে। মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানের ভেন্যু মাসুদ মঞ্চ, সহজপাঠ স্কুল, ৭৮৮, দনিয়া। ফেস্টিভ্যাল চেয়ারম্যান অভিনেতা টুটুল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।  

ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক মতিন রহমান প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন। আর সমাপনী উৎসবে উপস্থিত থাকবেন লেখক ও চলচ্চিত্র সমালোচক অনুপম হায়াৎ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
ওএফবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।