ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনেতা সেলিম আহমেদ মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
অভিনেতা সেলিম আহমেদ মারা গেছেন সেলিম আহমেদ

বিশিষ্ট প্রচ্ছদশিল্পী, শিল্পনির্দেশক ও অভিনেতা সেলিম আহমেদ মারা গেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

জানা যায়, হঠাৎ বুকে ব্যথা নিয়ে গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন সেলিম আহমেদ। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল এবং কিডনিও অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকের বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম।  

তিনি জানান, কয়েকবছর আগেই সেলিম আহমেদের হার্টে রিং পরানো হয়েছিল। তারপর বেশ ভালোই ছিলেন তিনি। তবে এবার পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বুধবার বাদ আসর ইস্কাটন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে অন্তিম শয্যায় শায়িত করা হবে।  

রাজধানীর মগবাজারে পরিবার নিয়ে থাকতেন সেলিম আহমেদ। স্ত্রী, দুই ছেলেসহ অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। তার জন্ম রংপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশুনা করেছেন। প্রায় চার দশক ধরে প্রচ্ছদশিল্পী হিসেবে কাজ করেন তিনি।

সেলিম আহমেদ অভিনয় শুরু করেন এক দশক আগে। ‘জয়িতা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। গোলাম মুক্তাদিরের ‘লোটাকম্বল’ ধারাবাহিকসহ বেশকিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।