ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মায়ের সিনেমা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন কাজলকন্যা নাইসা   

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
মায়ের সিনেমা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন কাজলকন্যা নাইসা    মায়ের সঙ্গে কাজলকন্যা নাইসা

প্রেক্ষাগৃহে গিয়ে মায়ের সিনেমা দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কাজলকন্যা নাইসা। সম্প্রতি কারিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়ে এমনই তথ্য দিয়েছেন কাজল।

শোতে হাজির হয়ে কাজল জানান, নাইসাকে নিয়ে তার অভিনীত ‘উই আর ফ্যামিলি’ দেখতে গিয়েছিলেন কাজল।  সিনেমা দেখতে গিয়ে আচমকাই কাঁদতে শুরু করে নাইসা।

 

সিনেমাটির গল্পে দেখা যায়, তিন বছরের শিশুসন্তানকে রেখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কাজল।  পর্দায় মায়ের মৃত্যু দেখে সহ্য করতে পারেননি কাজলকন্যা৷ তাই প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে দেখতেই কাঁদতে শুরু করেন নাইসা।  

‘উই আর ফ্যামিলি’তে কাজল এবং অর্জুন রামপালের সঙ্গে অভিনয় করেন কারিনা কাপুরও।

বর্তমানে তানাজি’র কাজে ব্যস্ত রয়েছেন কাজল।  এই সিনেমায় অজয় দেবগণের সঙ্গে অভিনয় করছেন তিনি।  অজয়-কাজল দম্পতি ছাড়াও এতে অভিনয় করছেন সাইফ আলি খান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।