ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মারা গেছেন নাট্যনির্মাতা শাহাদত হোসেন সুজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
মারা গেছেন নাট্যনির্মাতা শাহাদত হোসেন সুজন

জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুরের পরিচালক ও নাট্যনির্মাতা শাহাদত হোসেন সুজন মারা গেছেন। 

দীর্ঘদিন ধরেই তার উচ্চ রক্তচাপ ছিল। রোববার (১৫ ডিসেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর দুপুর পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগেও কাজের মধ্যেই তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এবার আর ফেরা হলো না তার।  

টিভি ব্যক্তিত্ব আফজাল হোসেনের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন সুজন। ছোট পর্দার জন্য নাটক নির্মাণে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার স্ত্রী চিত্রনায়িকা কাজল।  

শাহাদত হোসেন সুজন সম্পর্কে বলতে গিয়ে সিসিমপুরের প্রধান লেখক ও সেট ডিজাইনার আসলাম লিটন জানান, সুজন সিসিমপুরে পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তার মতো ব্যক্তিত্বের অকাল মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।