ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নগরবাউলসহ খোলা কনসার্টে গাইবে আট ব্যান্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
নগরবাউলসহ খোলা কনসার্টে গাইবে আট ব্যান্ড জেমস

দুই বছর পর ফের শুরু হচ্ছে ‘বিগ রক ডে’ নামের খোলা কনসার্ট। ‘ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেড’র আয়োজনে এবারের কনসার্ট মাতাবে নগরবাউল ও জেমস’সহ দেশের আট ব্যান্ডদল।

আগামী ২১ ডিসেম্বর ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে বসছে এবারের ‘বিগ রক ডে ভি.২’।

এবারের আয়োজনে নগরবাউল ছাড়া অন্য সাতটি ব্যান্ড হচ্ছে- ভাইকিংস, নেমেসিস, আরবোভাইরাস, পাওয়ার সার্জ, অ্যাভয়েড রাফা, ট্রেইনরেক ও কনক্লুশন।

এই আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেড কনসার্টের টিকিট মূল্য রেখেছে ২০০টাকা।

টিকিট পাওয়া যাবে তাবাক কফি (গুলশান ১ এবং যমুনা ফিউচার পার্ক), মাদচেফ (উত্তরা, বনাই, মিরপুর, এবং ধানমন্ডি), ডোসা এক্সপ্রেস (বাইলি রোড)।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।