ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

বিনোদন

টাইগারদের সঙ্গে আরবাজ খানের সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
টাইগারদের সঙ্গে আরবাজ খানের সেলফি

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যে কোনো ফরম্যাটে এটাই ভারতের মাটিতে প্রথম জয় বাংলাদেশের। রোববার (০৩ নভেম্বর) দিল্লিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর অভিনন্দনে ভাসছে টাইগার বাহিনী। প্রশংসা পাচ্ছেন ভারতীয়দেরও।

দুর্দান্ত ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হয় বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানের। তাদের পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেতা।

টাইগার বাহিনীর সঙ্গে সেলফি নিয়ে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

টুইটারে ছবিটির ক্যাপশনে আরবাজ লেখেন, ‘বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হয়ে গেল। মুশফিকুর রহিম অবিশ্বাস্য খেলেছেন। আগামীতেও এমন  উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার প্রত্যাশা করছি। ’

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাজকোটে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।