ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

বিনোদন

১০০ কোটি রুপি পার করলো আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
১০০ কোটি রুপি পার করলো আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল’

মুক্তির প্রথম দিন ‘ড্রিম গার্ল’ বক্স অফিস থেকে আয় করে মাত্র ১০ কোটি রুপি। কিন্তু সিনেমাটি এতই প্রশংসা পাচ্ছে যে, মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার না হতেই এটি ঘরে তুলে নিয়েছে ১০০ কোটি রুপি!

দ্বিতীয় সোমবার ‘ড্রিম গার্ল’র আয় ৩ কোটি ৭৫ লাখ রুপি। এরমধ্য দিয়ে সিনেমাটি মোট ঝুলিতে পুরেছে ১০১ কোটি ৪০ লাখ রুপি।

এটি আয়ুষ্মানের ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় সিনেমা, এর আগে তার অভিনীত ‘বাধাই হো’ এই মাইলফলক স্পর্শ করেছিল।

আয়ুষ্মান বলেন, ‘ড্রিম গার্ল’ বুদ্ধিদীপ্তভাবে লেখা একটি স্ক্রিপ্ট, যার মাধ্যমে সবাইকে একটা বড় মেসেজ দেওয়া হয়েছে। সিনেমাটি স্বপ্নের মতো বক্স অফিস মাতাচ্ছেন এবং ২০১৯ সালটা আমার জন্য স্পেশাল করে দিয়েছে।

এতে আয়ুষ্মান একটি কোম্পানির হটলাইনে চাকরি করেন। সেখানে তাকে গ্রাহকদের সঙ্গে নারীকণ্ঠে কথা বলতে হয়। তার সুমিষ্ট কণ্ঠস্বরে প্রেমে পড়ে যায় অনেক পুরুষ গ্রাহক। তাদের সঙ্গে অনেক কৌশলী ভূমিকা নিতে হয় তাকে। এমনই দারুণ কমেডি ড্রামায় নির্মিত ‘ড্রিম গার্ল’।

রাজ শান্দিলিয়া পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মান ছাড়াও নারী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ভারুচা। আরও রয়েছেন অন্নু কাপুর, মঞ্জোত সিং, নিধি বিশ্ত, বিজয় রাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।