ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

বিনোদন

নিজের গাওয়া গানে নেচে মুগ্ধ করলেন মিমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
নিজের গাওয়া গানে নেচে মুগ্ধ করলেন মিমি

‘ড্রিমস’ মিউজিক অ্যালবামে টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর কণ্ঠে গাওয়া প্রথম গান ‘আনজানা’ প্রকাশ্যে এলো। গানটির ভিডিওর সঙ্গে দুর্দান্ত পারফর্মও করেছেন ‘মন জানে না’খ্যাত এই তারকা। তার গান-নাচে মুগ্ধ ভক্তরা।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’ নিয়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী। সেখানেই ‘আনজানা’ প্রকাশ করেছেন তিনি।

গানটির কথা লিখেছেন রাজীব দত্ত ও সুর করেছেন ডাব্বু। আর গানের ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।  

‘আনজানা’র ভিডিওর শুটিং হয়েছে বিদেশের মাটিতে। মরুভূমির বুকে মিমির নাচ সবার নজর কেড়েছে।  তবে প্রশংসার পাশাপাশি গানটি বিতর্কের মুখেও পড়েছে। এই গানে বাংলা ব্যবহার না করে শুধু হিন্দি ও ইংরেজি শব্দের মিশেলে তৈরি করায় অনেকে মিমির সমালোচনা করছেন।

এর আগেও মিমি গান গেয়ে সবাইকে মাতিয়েছেন। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘মন জানে না’ সিনেমার ‘কেন যে তোকে’ গানটি কণ্ঠে তুলে সবাইকে অবাক করেছিলেন নায়িকা থেকে গায়িকা বনে যাওয়া এ শিল্পী।

**‘আনজানা’র ভিডিও

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।