ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে শুভমিতার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
বঙ্গবন্ধুকে নিয়ে শুভমিতার গান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইলেন কলকাতার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা। সোমবার (০২ সেপ্টেম্বর) কলকাতার গড়িয়া হাটের গান বাজনা স্টুডিওতে ‘আবার এসো পিতা’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়/ দেখো তোমার জন্যে রঙ তুলিতে কত শিশু ছবি এঁকে যায়/ টুঙ্গিপাড়ার মেঠো পথ ধরে/সবুজের বুক চিরে/ আবার এসো পিতা সেই মধুমতী নদীর তীরে’-এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। গানটির সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন সুমন কল্যাণের।

গানটি প্রসঙ্গে শুভমিতা বলেন, ‘বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গানের কথাগুলো হৃদয়ে গেঁথে গেছে, তাই গানটি মুখস্থই গেয়েছি। ’
  
গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরও কণ্ঠ দিচ্ছেন- নচিকেতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং(ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)।  পুরো অ্যালবামের গানগুলো লিখেছেন সুজন হাজং।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।