ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজনে মিনারের ‘তোমার হাতে হাত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মে ২৯, ২০১৯
ঈদ আয়োজনে মিনারের ‘তোমার হাতে হাত’ মিনার রহমান

নিজস্বতা বজায় রেখে গানে করেন সঙ্গীতশিল্পী মিনার রহমান। এই ধারাবাহিকতা ধরে রেখেই শ্রোতামহলে তৈরি করেছেন দারুণ গ্রহণযোগ্যতা।

এই নিয়ম মেনেই ঈদ আয়োজনে প্রকাশ পাচ্ছে মিনারের নতুন গান ‘তোমার হাতে হাত’। গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার।

সুর-সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ঈদে মিনার ভক্ত-অনুরাগীদের মাঝে এই গানটি মুগ্ধতা ছড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গান সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে মিনার বলেন, সব সময়ই আমি আমার ভালো লাগাকে গুরুত্ব দিই। ভালো না লাগলে না গান করি না। এই গানের ট্র্যাক শুনে পছন্দ হয়েছে, তাই গাইতে সম্মত হয়েছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

সময় চূড়ান্ত না হলেও ঈদ আয়োজনে প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘তোমার হাতে হাত’র গান ভিডিও।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ২৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।